ওজন কমানোর জন্য ঔষধ
ওবিনীল® Obenil
নির্দেশনা : দৈহিক স্থূলতা ও ওজন কমানোর ক্ষেত্রে
ব্যবহার করা হয়।
মাত্রা ও ব্যবহার বিধি : ১০ মি.গ্রা. দিনে ১ বার
খাবারের আগে বা খাবারের সাথে। যদি কম ওজন
কমে তবে মাত্রা ৪ সপ্তাহ অন্তর টাইট্রেশন করতে হবে
যা মোট ১৫ মি.গ্রা. দিনে একবার পর্যন্ত দেয়া যায়।
৫ মি.গ্রা. মাত্রা সেসব রোগীদের জন্য সংরক্ষণ করা
উচিত যারা ১০ মি.গ্রা. সহ্য করতে পারেন না।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
অতিসংবেদনশীল, যে সব রোগীর কোন ওষুধ
দিলে রক্তচাপ এবং হৃদস্পন্দন বেড়ে যায় যেমনডিকনে
জস্টেন্ট, কাশি, ঠান্ডা, এলার্জির ওষুধ, যার
মধ্যে আছে ফিনাইলপ্রপানলএমিন, এফিড্রিন এবং
সিউডোএফিড্রিন।
পার্শ্বপ্রতিক্রিয়া: সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া, মুখ শুকিয়ে
যাওয়া, মাথা ব্যথা হয়, ঘুমের অসুবিধা, কোষ্ঠকাঠিন্য,
ডায়রিয়া, ঘুম ঘুম ভাব, নাকের প্রদাহ ইত্যাদি।
অন্য ওষুধের সাথে পার্শ্বপ্রতিক্রিয়া : এম এ ও আই ব্যবহার
বন্ধের দুই সপ্তাহের মধ্যে অথবা একসাথে সিবুট্রামিন
ব্যবহার করা যাবে না।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভাবস্থায় ব্যবহার
এবং নার্সিং মায়েদের সিবুট্রামিন দেয়া নিষেধ।
সরবরাহ :
ওবিনীল® ৫ ক্যাপসুল : ৩ x ১০ টি।
No comments