Depram ডিপ্রেসনের জন্য Antidepressants


Depram®

Imipramine
Antidepressants (CNS Preparations)
Indication:
Depram®is FDA approved for treating depression and enuresis (bedwetting).
Dosage & Administration:

Depression:Initially, 25 mg three times a day and gradually the dose may increase in 25 mg/day increments up to 150 mg/day.

Childhood Enuresis:Initially, 25 mg/day should be tried one hour before bedtime in children aged 6 and older.The dose may increase to 50 mg nightly in children less than 12 years; children over 12 years may receive up to 75 mg nightly.
Preparation:
Each box contains 50 tablets in blister pack.
ডিপ্রাম® Depram®
উপাদান
ডিপ্রাম® ট্যাবলেট : প্রতি ট্যাবলেট আছে ইমিপ্রামিন
হাইড্রোক্লোরাইড বিপি ২৫ মি.গ্রা. ।
নির্দেশনা
● ডিপ্রেসনের জন্য
● প্যানিক ডিসঅর্ডার
● নকটারনাল এনিউরোসিস
মাত্রা ও সেবনবিধি
ডিপ্রেসন:
দিনে ৭৫ মি.গ্রা. বিভক্ত মাত্রায় শুরু করে ১৫০-২০০
মি.গ্রা. (৩০০ মি.গ্রা. পর্যন্ত) বিভক্ত মাত্রায় মাত্রা
বর্ধনশীল। একক মাত্রায় ১৫০ মি.গ্রা. রাতে সেবন
করা যেতে পারে। বয়স্কদের দিনে ১০ মি. গ্রা. মাত্রায়
শুরু করে ৩০-৫০ মি.গ্রা. দেয়া যেতে পারে। শিশুদের
জন্য প্রয়োজ্য নয়।
প্যানিক ডিসঅর্ডার: দিনে ১০-১৫ মি.গ্রা., সহনশীলতার
উপর ভিত্তি করে দিতে হয়। রোগী ভেদে যা ৭৫-১৫০
মি.গ্রা. হতে পারে (সর্বোচ্চ ২০০ মি.গ্রা.)।
নকটারনাল এনিউরেসিস: শিশু: (৭ বছর পর্যন্ত) ২৫
মি.গ্রা.; (৮-১১ বছর) ২০-৫০ মি.গ্রা.; ১১ বছরের
উর্দ্ধে ৫০-৭৫ মি.গ্রা. রাতে ঘুমানোর আগে দিতে হয়।
যা সর্বোচ্চ ৩ মাস দেয়া যেতে পারে।
প্রতি নির্দেশনা: মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এ্যারিথ
মিয়া, ম্যানিক পর্যায় ও লিভার ডিজিজ।
পার্শ্ব পঙতিμিয়া: মুখের শুষ্কতা, কম ঘুম, দৃষ্টি
আচ্ছনড়ব, কোষ্ঠ্য কাঠিন্য, বমি বমি ভাব, মূত্র প্রনালীর
সমস্যা, কার্ডিয়াক সমস্যা, ঘাম, খিঁচুনি, র‌্যাশ,
হাইপারসেনসিটিবিটি, ম্যানিয়া, সেক্সুয়াল সমস্যা,
রক্তে গ্লুকোজের মাত্রা পরিবর্তন, ক্ষুধাবৃদ্ধি, ওজন বৃদ্ধি
ও হ্রাস।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার: গর্ভাবস্থায় ও
স্তন্যদানকালে ব্যবহার করা উচিত নয়। ক্ষতির চেয়ে
উপকার বেশি হলেই কেবল চিকিৎসকের পরামর্শে
দেয়া যেতে পারে।
অন্য ওষুধের সাথে পার্শ্বপ্রতিক্রিয়া: MAOI,
এ্যান্টিকোলিনার্জিক, এ্যান্টিহাইপারটেনসিভ, মিথ
াইলফেনিডেট, লেবোডোপা, এ্যান্টিসাইকোটিক,
সিমেটিডিন, বারবিচুরেট ও কন্ট্রাসেপটিভ এর সাথে
বিμিয়া করতে পারে।
সরবরাহ: প্রতি বাক্সে আছে ৫০ টি ট্যাবলেট বি−স্টার
প্যাকে।

No comments

ফাউল পক্স Fowlpox রোগের চিকিৎসা ও নিয়ন্ত্রন

ফাউল পক্স প্রজাতি হাঁস , মুরগি , কবুতর , টার্কি রোগের কারন ফাউল পক্স ভাইরাস রোগের লক্ষণ • ঝুঁটি , গলকম্ব , পা ও পায়ের আঙ্গুলে আঁচিল...

Powered by Blogger.