ম্যাক্সবন ট্যাবলেট Maxbon পােস্ট মেনোেপােজাল মহিলাদের অস্টিওপােরােসিস প্রতিরােধে অস্টিওপােরােসিস এ আক্রান্ত পুরুষের হাড়ের ঘনত্ব বৃদ্ধিতে।


ম্যাক্সবন ট্যাবলেট

জেনেরিকঃ ইবানড্রোনিক এসিড
পরিমাপঃ 150 mg

ম্যাক্সবন ট্যাবলেট এর কাজ

ম্যাক্সবন ট্যাবলেট এ আছে ইবানড্রোনিক এসিড। ম্যাক্সবন ট্যাবলেট এর কাজঃ

পােস্ট মেনোেপােজাল মহিলাদের অস্টিওপােরােসিস প্রতিরােধে অস্টিওপােরােসিস এ আক্রান্ত পুরুষের হাড়ের ঘনত্ব বৃদ্ধিতে। 

জেনারিক

ইবানড্রোনিক এসিড

পরিচিতি

ম্যাক্সবন ট্যাবলেট বিসফসফোনেট গ্রুপের ওষুধ। এটা শরীরে হাড় তৈরী ও ক্ষয়ের চক্র পরিবর্তন করে দেয়। এটা হাড় ক্ষয় রােধ করার মাধ্যমে হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে যা হাড়ে ফাটল ধরা প্রতিরােধ করে। 

চিকিত্সাবিদ্যাগত শ্রেণী

Bisphosphonate preparations

ম্যাক্সবন ট্যাবলেট খাওয়ার নিয়ম

o    অস্টিওপােরােসিস চিকিৎসায় প্রতি মাসে একটি ম্যাক্সবােন" ১৫০ মি.গ্রা. ট্যাবলেট সেব্য।

o    কিভাবে ম্যালবােন গ্রহণ করবেন? প্রতি মাসের একটি নির্দিষ্ট দিন সকালে ১টি ম্যাক্সবােন" ট্যাবলেট সেবন করতে হবে। 

o    নিম্নলিখিত  নির্দেশনা ম্যাক্সবােন" ট্যাবলেট সেবনকারী সকল রােগীদের জন্যে প্রযােজ্য। 

o    চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। 

o    সকালে পানি ব্যতীত অন্য কোন কিছু খাওয়া অথবা পান করার পূর্বেই ম্যাক্সবােন ট্যাবলেট সেবন করুন। 

o    অন্য কোন পানীয়ের সাথে ম্যাক্সবােন ট্যাবলেট সেবন করবেন না। 

o    সম্পূর্ণ ম্যাক্সবােন ট্যাবলেটটি গিলে ফেলুন। 

o    ট্যাবলেটটি চুষে খাবেন না অথবা এটি দ্রবীভূত করার জন্য মুখে রাখবেন না।

o     ম্যাক্সবােন ট্যাবলেট সেবনের পরে কমপক্ষে ৬০ মিনিট শােয়া যাবে না। 

o    ভিটামিন, ক্যালসিয়াম অথবা এন্টাসিড সেবন করবেন না।

o     ট্যাবলেটটি সেবনের সময় ব্যতীত অন্য সময়ে ভিটামিন, ক্যালসিয়াম ও এন্টাসিড সেবন করুন। 

o    যতদিন পর্যন্ত চিকিৎসক বলবেন ততদিন পর্যন্ত ম্যাক্সবােন ট্যাবলেট সেবন করুন। 

ম্যাক্সবন ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া

 প্রধান পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হচ্ছে হালকা জ্বর, বমিবমি ভাব, ডায়রিয়া, পেটে ব্যথা, পেশীতে ব্যথা, মাথা ব্যথা, গ্যাস অথবা কোষ্ঠকাঠিন্য। 

ম্যাক্সবন ট্যাবলেট গর্ভকালীন কিংবা দুগ্ধদানকালীন অবস্থায় ব্যবহার

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ম্যাক্সবােন খাওয়া উচিৎ নয়। 

বিশেষ ক্ষেত্রে প্রয়ােগমাত্রা: বৃক্কীয় অসমকার্যকারী রােগী যাদের ক্রিয়েটিনিন নিষ্কাষণ ৩০ মি.লি/মিনিট বা এর বেশি হলে তাদের জন্য কোন মাত্রা সমন্বয়ের প্রয়ােজন নেই। যকৃত রােগীদের ক্ষেত্রে প্রয়ােগ মাত্রায় কোন পরিবর্তন করার প্রয়ােজন নেই। বয়ষ্কদের ক্ষেত্রে প্রয়ােগমাত্রায় কোন পরিবর্তন করার প্রয়ােজন নেই। 

এর প্রতিনির্দেশনা

যদি আপনি ৩০ মিনিটের অধিক সময় বসে অথবা দাড়িয়ে থাকতে না পারেন যদি আপনার ম্যাক্সবন ট্যাবলেটের প্রতি অতিসংবেদনশীলতা থাকে যদি আপনি গর্ভবতী অথবা ভবিষ্যতে গর্ভধারন করবেন বলে পরিকল্পনা করেন।

o    যদি আপনি দুগ্ধদান করেন অথবা ভবিষ্যতে দুগ্ধদানের পরিকল্পনা করেন। 

o    পর্যাপ্ত পরিমান ক্যালসিয়াম এবং ভিটামিন ডি গ্রহণ করতে হবে। 

Maxbon

Ibandronic acid
Bone Calcium Regulator (Bisphosphonates)

Indication:
Maxbon™ Tablet is indicated for:

  • Treatment and prevention of postmenopausal osteoporosis in women
  • Treatment and prevention of osteoporosis in men

Dosage & Administration:
The recommended dose for the treatment and prevention of osteoporosis is 150 mg tablet once in a month and on the same date of each month is recommended.

Preparation:
Maxbon™ Tablet: Each box contains 1 film coated tablet in Alu-Alu blister pack.












No comments

ফাউল পক্স Fowlpox রোগের চিকিৎসা ও নিয়ন্ত্রন

ফাউল পক্স প্রজাতি হাঁস , মুরগি , কবুতর , টার্কি রোগের কারন ফাউল পক্স ভাইরাস রোগের লক্ষণ • ঝুঁটি , গলকম্ব , পা ও পায়ের আঙ্গুলে আঁচিল...

Powered by Blogger.