Melixol Tablet মেলিক্সল® উদ্বেগ এবং বিষন্নতা নির্দেশিত।

Melixol Tablet

Flupentixol + Melitracen

0.5 mg+10 mg

Square Pharmaceuticals Ltd.

Unit Price: 5.02 (50's pack: 251.00)

নির্দেশনা

Flupenthixol এবং Melitracen কম্বিনেশনটি নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-

সাইকোজেনিক বিষন্নতা

ডিপ্রেসিভ নিউরোসিস

উদ্বিগ্নতা এবং নির্লিপ্ততাসহ সাইকোসোমাটিক এফেক্শন

মেনোপোজাল ডিপ্রেশন

এলকোহলিক এবং মাদকাসক্তদের বিষন্নতা।

থেরাপিউটিক ক্লাস

Combined anxiolytics & anti-depressant drugs

ফার্মাকোলজি

Flupenthixol এবং Melitracen মুখে সেবনের ৪ ঘন্টা পর সর্বোচ্চ সিরাম কনসেনট্রেশনে পৌঁছায়। Flupenthixol এবং Melitracen এর হাফ-লাইফ যথাক্রমে ৩৫ ঘণ্টা ও ১৯ ঘণ্টা। Flupenthixol এবং Melitracen-এর যৌথ ব্যবহারে তাদের নিজস্ব ফার্মাকোকাইনেটিক গুনাগুনের উপর কোন প্রভাব পড়ে না।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্তবয়স্ক: দৈনিক ২টি ট্যাবলেট, সকাল ও বিকাল। তীব্র অসুস্থতার ক্ষেত্রে, সকালের মাত্রা বাড়িয়ে ২টি ট্যাবলেট করা যেতে পারে।

বয়স্কদের ক্ষেত্রে: ১টি ট্যাবলেট সকালে।

মেইনটেনেন্স ডোজ: সাধারণত ১টি ট্যাবলেট সকালে অথবা চিকিৎসকের পরামর্শানুযায়ী সেব্য।

ঔষধের মিথষ্ক্রিয়া

এই ঔষধটি এলকোহল, বার্বিচুরেট এবং অন্যান্য CNS ডিপ্রেসেন্ট এর কার্যকারিতা বাড়িয়ে দিতে পারে, MAO ইনহিবিটরের সংগে যৌথ ব্যবহারে হাইপারটেনসিভ ক্রাইসিস হতে পারে।

প্রতিনির্দেশনা

সদ্য মায়োকার্ডিয়াল ইনফার্কশন নির্মূল হওয়ার পর, বান্ডেল ব্রাঞ্চ কনডাক্শনে ব্যাঘাত, চিকিৎসা করা হয়নি এমন নেরো এংগেল গ্লুকোমা ও অতিমাত্রায় এলকোহল, বার্বিচুরেট এবং ওপয়েড বিষক্রিয়ায় এটি প্রতিনির্দেশিত। অল্পতেই উত্তেজিত রোগীদের ক্ষেত্রে এটি অনুমোদিত নয়, কারণ এতে লক্ষণসমূহ প্রকট হতে পারে।

পার্শ্ব প্রতিক্রিয়া

অনুমোদিত মাত্রায় পার্শ্ব প্রতিক্রিয়া বিরল। ক্ষণস্থায়ী অস্থিরতা এবং অনিদ্রা হতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটির নিরাপদ ব্যবহার প্রতিষ্ঠিত নয়।

সতর্কতা

যে সমস্ত রোগী পূর্বে তন্দ্রাচ্ছন্নতা আছে এমন সব ট্রাংকুলাইজার ব্যবহার করেছেন, তাদের ক্ষেত্রে এইসব ট্রাংকুলাইজার ধীরে ধীরে বন্ধ করতে হবে।

সংরক্ষণ

আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

Melixol®

Flupenthixol + Melitracen
Psycholeptic Antidepressants (CNS Preparations)

Indication:
Anxiety along with depression and apathy.

Dosage & Administration:
2 tablets per day, morning and at mid day.

Preparation:
Melixol® Tablet : Each box contains 5X10's tablet in blister pack.





















No comments

Perkinil - পারকিনসন রোগ।

পারকিনিল   ® প্রোসাইক্লিডিন এইচসিএল অ্যান্টিপার্কিনসোনিজম প্রস্তুতি ( সিএনএস প্রস্তুতি ) ইঙ্গিত : পারকিনসন রোগ। ডোজ এবং প্রশা...

Powered by Blogger.