Metaspray Nasal Spray ২ বছর বা তদুর্ধ্ব বয়সের রোগীদের ক্ষেত্রে সিজনাল ও পেরিনিয়াল অ্যালার্জিজনিত নাসা উপসর্গের ব্যবস্থাপনায় এবং পেরিনিয়াল অ্যালার্জিজনিত নাসা উপসর্গের প্রতিরোধে নির্দেশিত। এছাড়াও এটি ১৮ বছর বা তদুর্ধ্ব রোগীদের ক্ষেত্রে ন্যাজাল পলিপস্ এর ব্যবস্থাপনায় নির্দেশিত।
Metaspray Nasal
Spray
Mometasone Furoate
50 mcg/spray
Square Pharmaceuticals Ltd.
120 metered sprays: ৳ 251.00
নির্দেশনা
মোমেটাসোন ন্যাজাল স্প্রে ২ বছর বা তদুর্ধ্ব বয়সের রোগীদের
ক্ষেত্রে সিজনাল ও পেরিনিয়াল অ্যালার্জিজনিত নাসা উপসর্গের ব্যবস্থাপনায় এবং পেরিনিয়াল
অ্যালার্জিজনিত নাসা উপসর্গের প্রতিরোধে নির্দেশিত। এছাড়াও এটি ১৮ বছর বা তদুর্ধ্ব
রোগীদের ক্ষেত্রে ন্যাজাল পলিপস্ এর ব্যবস্থাপনায় নির্দেশিত।
থেরাপিউটিক ক্লাস
Nasal Steroid Preparations
মাত্রা ও সেবনবিধি
অ্যালার্জিক রাইনাইটিস:
প্রাপ্ত বয়স্ক বা তদুর্ধ্ব শিশুদের ক্ষেত্রে: সিজনাল অ্যালার্জিক
রাইনিটিস এর ব্যবস্থপনায় ও প্রতিরোধে প্রতিটি নাসারন্ধ্রে ২টি করে স্প্রে, দৈনিক ১ বার। সিজনাল
অ্যালার্জেন দ্বারা সৃষ্ট সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস এর নাসা উপসর্গ সম্পন্ন জ্ঞাত
রোগীদের ক্ষেত্রে মোমেটাসোন ন্যাজাল স্প্রে পরাগ
ঋতু শুরু হওয়ার ২ থেকে ৪ সপ্তাহ পূর্ব থেকে প্রতিরোধক হিসাবে নির্দেশিত।
২ থেকে ১১ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে: সিজনাল ও পেরিনিয়াল
অ্যালর্জিক রাইনটিসজনিত নাসা উপসর্গের ব্যবস্থাপনায় প্রতিটি নাসারন্ধে ১টি করে স্প্রে
দৈনিক ১ বার।
ন্যাজাল পলিপস্:
১৮ বছর বয়সী ও তদুর্ধ্বদের ক্ষেত্রে: প্রতিটি নাসারন্ধ্রে
২টি করে স্প্রে, দৈনিক ২ বার। কিছু কিছু রোগীদের ক্ষেত্রে
প্রতিটি নাসারন্ধ্রে ২টি করে স্প্রে, দৈনিক ১ বার কার্যকরী
হয়।
প্রতিনির্দেশনা
এই প্রস্তুতির যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা এর
ব্যবহারকে প্রতিনির্দেশিত করে।
পার্শ্ব প্রতিক্রিয়া
সাধারণত মৃদু যেমন- মাথাব্যথা, ভাইরাল সংক্রমণ, স্বরভঙ্গ, নাসিভঙ্গ এবং কাশি।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভাবস্থায়: গর্ভবতী মহিলাদের
ক্ষেত্রে পর্যাপ্ত পরিমানের এবং সুনিয়ন্ত্রিত পরীক্ষা নেই। অন্যান্য কর্টিকোস্টেরয়েট
এর মত মোমেটাসোন ফিউরয়েট গর্ভাবস্থায় তখনই ব্যবহার করা উচিৎ যখন সম্ভাব্য উপকারিতা
ভ্রুণ এর প্রতি সম্ভাব্য ঝুঁকি অপেক্ষা বেশী হয়।
স্তন্যদানকালে: মোমেটাসোন ফিউরয়েট
মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা জানা নাই। যেহেতু অন্যান্য কর্টিকোস্টেরয়েড মাতৃদুগ্ধে নিঃসৃত
হয়, তাই স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে মোমেটাসোন ফিউরয়েট মহিলাদের ক্ষেত্রে মোমেটাসোন
ফিউরয়েট ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে।
সতর্কতা
সক্রিয় ও সুপ্ত টিউবারকিউলোসিস সংক্রমণ, চোখের হারপিস সিমপেক্স
ভাইরা সংক্রমণ, চিকিৎসাহীন সংক্রমণ যা সমস্ত দেহকে প্রভাবিত করে ইত্যাদি ক্ষেত্রে সতর্কতার
সাথে ব্যবহার করা উচিত।
সংরক্ষণ
আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০° ডিগ্রী সেঃ তাপমাত্রার
নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
Metaspray Nasal Spray®
Mometasone
Furoate
Intranasal Corticosteroids (Respiratory Tract
Preparations)
Indication:
Dosage & Administration:
The recommended dose for prophylaxis and treatment of the nasal symptoms of
seasonal allergic rhinitis and treatment of the nasal symptoms of perennial
allergic rhinitis is two sprays (50 mcg of Mometasone Furoate in each spray) in
each nostril once daily (total daily dose of 100 mcg). In patients with a known
seasonal allergen that precipitates nasal symptoms of seasonal allergic
rhinitis, prophylaxis with Metaspray® Nasal
Spray, 50 mcg (200 mcg/day) is recommended 2 to 4 weeks prior to the
anticipated start of the pollen season.
Children 2 to 11 Years of Age: The recommended dose for treatment of the nasal
symptoms of seasonal and perennial allergic rhinitis is one spray (50 mcg of
Mometasone Furoate in each spray) in each nostril once daily (total daily dose
of 100 mcg).
Nasal Polyps: Adults 18 years of Age and Older: The recommended dose for nasal
polyps is two sprays (50 mcg of Mometasone Furoate in each spray) in each
nostril twice daily (total daily dose of 400 mcg). A dose of two sprays (50 mcg
of mometasone furoate in each spray) in each nostril once daily (total daily
dose of 200 mcg) is also effective in some patients.Show less
Preparation:
No comments