Myonil® সেরেব্রোভাসকুলার ডিজিজ, স্পাস্টাল মেরুদণ্ডের পক্ষাঘাত, জরায়ুর স্পন্ডিলোসিস, সেরোপ্রেটিভ সিকোলেই (সেরিব্রোস্পাইনাল টিউমার সহ), সিক্লোয়ে থেকে ট্রমা (মেরুদণ্ডের ট্রমা, মাথার আঘাত), অ্যামিওট্রোফিক পার্শ্বীয় স্ক্লেরোসিস, সেরিব্রাল প্যালসি, স্পিনেসেরিয়াল ডিজিজ, রোগ অন্যান্য এনসেফালমিওলোপ্যাথি।
সার্ভাইকাল সিনড্রোম, ঘাঁড়ের পেরিআর্থ্রাইটিস, লামা্ব গো ইত্যাদি রোগে মাংসপেশীর হাইপারটনিক উপসর্গসমূহের উন্নতিলাভে নির্দেশিত। সেরিব্রোভাস্কুলার রোগ, স্পাসটিক স্পাইনাল প্যারালাইসিস, সার্ভাইকাল স্পনডাইলোসিস, অস্ত্রপচার পরবর্তী কালে, আঘাত পরবর্তী কালে, এমাইয়োট্রি ফক ল্যাটেরাল স্কেরোসিস, সেরিব্রালস্কে-রোসিস, স্পাইনোসেরিবেলার ডিজেনারেশন, স্পাইনাল ভাস্কুলার রোগ এবং অন্যান্য এনকেফালোমায়োপ্যাথি জনিত স্পাস্টিক প্যারালাইসিসে নির্দেশিত।
থেরাপিউটিক ক্লাস
Centrally acting Skeletal Muscle
Relaxants
মাত্রা ও সেবনবিধি
প্রাপ্তবয়স্ক: দিনে ৩টি ট্যাবলেট তিন বিভক্ত মাত্রায় প্রতিবার আহারের পরে সেব্য।
প্রতিনির্দেশনা
ইপেরিসোনের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া
অতিরিক্ত শিথিলতা, পেটে ব্যথা, বমি ভাব, মাথা ঘোরা, অরুচি, তন্দ্রাচ্ছন্নড়বভাব, চামড়ায় ফুসকুড়ি, ডায়রিয়া, বমি, বদহজম, পরিপাকতন্ত্রের গোলমাল, অনিদ্রা, মাথা ব্যথা, কোষ্ঠ-কাঠিণ্য ইত্যাদি।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভাবস্থায় তখনই ব্যবহার করা উচিত যখন সম্ভাব্য ক্ষতির চেয়ে প্রত্যাশিত উপকার বেশী বলে প্রতীয়মান হয়। স্তন্যদানকালীন সময়ে ওষুধটি গ্রহণ করা উচিত নয়।
সংরক্ষণ
আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
Myonil®
Eperisone
HCl
Central Muscle Relaxant (CNS Preparations)
Indication:
Dosage & Administration:
Preparation:
Brand Name Dosage Form Strength Company Pack Size & Price Eprel 50 mg Orion Pharma Ltd. Unit Price: ৳ 3.01 (50's pack: ৳
150.50) Ezymas 50 mg Novelta Bestway Pharmaceuticals Ltd. Unit Price: ৳ 3.00 (50's pack: ৳
150.00) Myonil 50 mg Square Pharmaceuticals Ltd. Unit Price: ৳ 3.01 (50's pack: ৳
150.50)
No comments