Eramax Vet ইরাম্যাক্স ভেট এর কাজ কি ?

Eramax Vet ইরাম্যাক্স ভেট এর কাজ কি ?

উপাদান

প্রতি গ্রাম পাউডারে রয়েছে ইরিথ্রোমাইসিন এস্টোলেট ইউএসপি যা ২৫ মি.গ্রা. ইরিথ্রোমাইসিন এর সমতুল্য, নিওমাইসিন সালফেট বিপি যা ৩৫ মি.গ্রা. নিওমাইসিন এর সমতুল্য, সালফাডিমিডিন সোডিয়াম বিপি যা ১০০ মি.গ্রা. সালফাডিমিডিন এর সমতুল্য, ট্রাইমেথোপ্রিম বিপি ১৮ মি.গ্রা. এবং ব্রোমহেক্সিন হাইড্রোক্লোরাইড বিপি যা . মি.গ্রা. ব্রোমহেক্সিন এর সমতুল্য।

ফার্মাকোলজি

ইরিথ্রোমাইসিন ব্যাকটেরিয়া কোষের ৫০-এস রাইবসোমাল সাব-ইউনিটের সাথে যুক্ত হয়ে প্রোটিন সংশ্লেষণে বাধা প্রদান করে যার ফলে ব্যাকটেরিয়া মারা যায়। নিওমাইসিন ব্যাকটেরিয়ার ৩০-এস সাব-ইউনিটের সাথে যুক্ত হয়ে প্রোটিন সংশ্লেষণে বাধা প্রদান করে। সালফাডিমিডিন ট্রাইমেথোপ্রিম ফলিক এসিড তৈরিতে বাধা দিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। অপরদিকে ব্রোমহেক্সিন মুরগীর শ্বাসতন্ত্রে জমে থাকা মিউকাসকে তরল করে দেয়।

নির্দেশনা

মাইকোপ্লাজমোসিস, কলিব্যাসিলোসিস, এনটারাইটিস,

ব্রঙ্কোনিউমোনিয়া, সিআরডি, ইনফেকসাস্ করাইজা, সালমোনেলোসিস, ফাউল টাইফয়েড, ফাউল কলেরা ইত্যাদি চিকিৎসায় নির্দেশিত। এন্টিব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্সজনিত কারণে যখন অন্যান্য এন্টিবায়োটিক কেমোথেরাপিউটিক এজেন্টগুলো তাদের কার্যকারিতা প্রদর্শন করতে ব্যর্থ হয় তখন এই পাউডার ব্যবহারে ভাল ফল পাওয়া যায়।­

বিশেষ সতর্কতা : যে কোন ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন।

No comments

ফাউল পক্স Fowlpox রোগের চিকিৎসা ও নিয়ন্ত্রন

ফাউল পক্স প্রজাতি হাঁস , মুরগি , কবুতর , টার্কি রোগের কারন ফাউল পক্স ভাইরাস রোগের লক্ষণ • ঝুঁটি , গলকম্ব , পা ও পায়ের আঙ্গুলে আঁচিল...

Powered by Blogger.