মুখ গহ্বর এর ক্ষত বা ঘা
☆☆☆ এ্যাপ্ সল™- Apsol™
শেয়ার করুন
⍟⍟ উপাদান :
প্রতি গ্রাম পেস্ট এ আছে ৫০ মি. গ্রা. এ্যামলেক্সানক্স আই. এন. এন.।
⍟⍟ নির্দেশনা :-
মুখ গহ্বর এর ক্ষত, আলজিহ্বা সহ গলার উপরের অংশের ক্ষত চিকিৎসায় ব্যবহার যোগ্য।
⍟⍟ মাত্রা ও ব্যবহারবিধি :
ক্ষত দেখা দেবার পর যত দ্রুত সম্ভব ব্যবহার করতে হবে। দিনে ৪ বার অথবা প্রতিবার খাবার পর মুখ পরিষ্কার করে ব্যবহার করতে হবে। প্রথমে মুখ ভালো করে পরিষ্কার করে ক্ষতস্থান গুলো শুকিয়ে নিন। এরপর হাত ভালোভাবে ধুয়ে পেস্ট আঙ্গুলে নিয়ে ক্ষত স্থানের উপর লাগিয়ে নিন। ব্যবহারের পর হাত ভাল করে ধুয়ে ফেলুন।
চোখের সংস্পর্শে পেস্ট আসলে চোখ প্রচুর পানি দিয়ে ধুয়ে নিন। ক্ষত সম্পূর্ণ রূপে ভাল না হওয়া পর্যন্ত ব্যবহার করুন। ১০ দিন ব্যবহারে উন্নতি দেখা না গেলে চিকিৎসকের পরামর্শ নিন।
⍟⍟ সতর্কতা ও যে সকল ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
গর্ভবতী মায়েদের জন্য এ্যাপ্সল ব্যবহার করা নিরাপদ তবে ব্যবহার করার পূর্বে তা আসলে প্রয়োজন কিনা তা নির্ধারন করতে হবে।
শিশুদের বুকের দুধ খাওয়ান এমন মায়েদের ক্ষেত্রে এ্যাপ্সল ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে। শিশুদের ক্ষেত্রে এ্যাপ্সল এর ব্যবহার উপযোগিতা পরীক্ষা করা হয়নি। এ্যাপ্সল বা এর উপাদান সমূহের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না।
⍟⍟ পার্শ্বপ্রতিক্রিয়া :
এ্যাপ্সল ব্যবহারে ক্ষত স্থানে সামান্য জ্বালাপোড়া ও ব্যথার অনুভূতি হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে মুখ গহ্বরের ভিতরের আবরনে প্রদাহ, বমিভাব ও ডায়রিয়া হতে পারে।
⍟⍟ সরবরাহ : এ্যাপ্সল™ ওরাল পেস্ট : ৫ গ্রাম।
☆☆☆ বি-৫০®ফোট - B-50®Forte
শেয়ার করুন
⍟⍟ উপাদান :
(থায়ামিন হাইড্রোক্লোরাইড ৫ মি.গ্রা., রিবোফ্ল্যাভিন ২ মি.গ্রা., পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড ২ মি.গ্রা. এবং নিকোটিনামাইড ২০ মি.গ্রা.)/ট্যাবলেট, ক্যাপসুল ও প্রতি ৫ মি.লি. সিরাপ। (থায়ামিন হাইড্রোক্লোরাইড ৫০ মি.গ্রা., রিবোফ্ল্যাভিন ৪ মি.গ্রা., পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড ১০ মি.গ্রা., নিকোটিনামাইড ১০০ মি.গ্রা., ডি-প্যানথেনল ৫ মি.গ্রা.)/ইঞ্জেকশন।
⍟⍟ নির্দেশনা :
মুখে, ঠোঁটে অথবা জিহবায় ঘা, বেরিবেরি, এবং স্নায়ু প্রদাহ, শিশুদের প্রারম্ভিক জীবনের স্বাস্থ্য এবং বৃদ্ধি নিয়ন্ত্রণ, বয়স্কদেরক্ষুধামন্দা, বি ভিটামিনের অভাব পূরণে, বিশেষতঃ গর্ভাবস্থায়, স্তন্যদানকালে অথবা নির্দিষ্ট খাবার গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে ঘাটতি দেখা দিলে ব্যবহার্য।
⍟⍟ মাত্রা ও ব্যবহার বিধি :
ট্যাবলেট/ক্যাপসুল : ১-২টি দিনে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
সিরাপ : দিনে ২-৩ চা চামচ।
ইঞ্জেকশন : কেবলমাত্র মাংসপেশীতে বা শিরায় ব্যবহারের জন্য, ২ মি.লি. দিনে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
⍟⍟ সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
এর যে কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।
⍟⍟ পার্শ্ব প্রতিক্রিয়া : কিছু ক্ষেত্রে এলার্জিক বিক্রিয়া দেখা দিতে পারে।
⍟⍟ গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে নিরাপদে ব্যবহার করা যেতে পারে।
⍟⍟ সরবরাহ :
বি-৫০® ফোর্ট ট্যাবলেট : ৪৫ টি।
বি-৫০®ফোর্ট ক্যাপসুল : ২৫ x ১০ টি।
বি-৫০® ফোর্ট সিরাপ : ১০০ মি.লি ও ২০০ মি.লি.।
বি-৫০® ফোর্ট ইঞ্জেকশন : ২ x ৫ টি।
No comments