রক্তশূন্যতায়

☆☆☆ এমসিভিট® - AmCivit®

শেয়ার করুন
⍟⍟ উপাদান :

প্রতি ৫ মি.লি. এমসিভিট® সিরাপে আছে এমব্লিকা অফিসিনালিস ৩.০৩ মি.লি. এবং পাইপার লংগাম ০.১২ গ্রাম এর নির‌্যাস।

নির্দেশনা এবং ব্যবহার :-
এমসিভিট® ভিটামিন সি স্বল্পতা, স্কার্ভি ও রক্তাল্পতা রোগে নির্দেশিত। এছাড়া এটি এন্টিঅক্সিডেন্ট হিসেবে ব্যবহৃত হয়, বার্ধক্য রোধ করে, চুল পাকা বন্ধ করে এবং হৃদযন্ত্র ও রক্তনালীর স্বাভাবিক ক্রিয়ার জন্য খুবই উপযোগী।

এছাড়া ইন্‌ফেকশন, পোঁড়া ও ক্ষতপূরণ, ট্রমা ও ফ্র্যাকচার চিকিৎসায় উপকারী। এটি ফুসফুসের স্বাভাবিক ক্রিয়া বজায় রাখে বিধায় ঠান্ডাকাশি, শ্বাসকষ্ট ও ব্রংকাইটিসে বিশেষভাবে নির্দেশিত। এছাড়া এমসিভিট® গাউটের আক্রমন কমায়।

⍟⍟ মাত্রা ও ব্যবহার বিধি :

১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে: ১ চা চামচ (৫ মি.লি.) দিনে ২ বার ।

প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে: ১ - ২ চা চামচ (৫ – ১০ মি.লি.) দিনে ২ - ৩ বার অথবা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেব্য।

⍟⍟ পার্শ্ব - প্রতিক্রিয়া :

এটি একটি আয়ুর্বেদিক ওষুধ যা নিরাপদ ও সুসহনীয়। নির্দেশিত মাত্রায় সেবন করলে কোন পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না।

⍟⍟ যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

এখন পর্যন্ত কোন বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। কিন্তু এর কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা দেখা দিলে ব্যবহার করা যাবে না।

⍟⍟ গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময়ে ব্যবহার : গর্ভাবস্থায় এমসিভিট® সেবনে কোন ক্ষতিকর তথ্য জানা নেই।

⍟⍟ অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : অন্য কোন ওষুধের সাথে প্রতিক্রিয়া হওয়ার তথ্য জানা নাই।

⍟⍟ সতর্কতা : কিডনি রোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।

⍟⍟ সরবরাহ : প্রতিটি পি ই টি বোতলে আছে ১০০ মি.লি. সুস্বাদু ও সুগন্ধযুক্ত এমসিভিট® সিরাপ।

☆☆☆ অরুবিন® - Arubin®

শেয়ার করুন
⍟⍟ উপাদান :

প্রতিটি অরুবিন® ক্যাপসুলে আছে জিন্‌জিবার অফিসিনালি ২৭.৭৮ মি. গ্রা., পাইপার নাইগ্রাম ২৭.৭৮ মি. গ্রা., টারমিনালিয়া চেবুলা ২৭.৭৮ মি. গ্রা., এম্‌ব্লিকা অফিসিনালিস ২৭.৭৮ মি. গ্রা., টারমিনালিয়া বেলেরিকা ২৭.৭৮ মি. গ্রা., সাইপেরাস রোটনডাস ২৭.৭৮ মি. গ্রা., এম্‌বিকা রিব্‌স ২৭.৭৮ মি. গ্রা., পাম্বাগো জিলেনিকা ২৭.৭৮ মি. গ্রা. ও আয়রন সল্ট ২৫০ মি.গ্রা ।

⍟⍟ নির্দেশনা : লৌহের অভাব জনিত রক্ত স্বল্পতা, অপুষ্টিজনিত রক্ত স্বল্পতা, ক্ষুধামন্দা ও সাধারণ দুর্বলতা।

⍟⍟ মাত্রা ও ব্যবহারবিধি :

প্রাপ্ত বয়ষ্কদের মাত্রা: ১টি - ২টি অরুবিন® ক্যাপসুল দিনে ২ বার সেবন করা উচিত। ১২ বছরের কম বয়সের শিশুদের ক্ষেত্রে ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত।

⍟⍟ সতর্কতা ও অনুপযোগীতা : এর কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা দেখা দিলে ব্যবহার করা যাবে না।

⍟⍟ পার্শ্ব প্রতিক্রিয়া : অরুবিন® ক্যাপসুল নির্দেশিত মাত্রায় ব্যবহারে কোন ধরণের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

⍟⍟ গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন ব্যবহার :

গর্ভকালীন সময়ে অরুবিন® ক্যাপসুল ব্যবহারে ক্ষতিকর তথ্য পাওয়া যায় না। মায়ের দুধের সাথে অরুবিন® ক্যাপসুলের উপাদান নিঃসরণের কোন তথ্য পাওয়া যায়নি।

⍟⍟ অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : কোন গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

⍟⍟ সরবরাহ : অরুবিন® ক্যাপসুল : প্রতিটি বাক্সে আছে ৩০টি করে ক্যাপসুল ব্লিষ্টার প্যাকে।

☆☆☆ ফি - প্লাস® - Fe-Plus®

শেয়ার করুন
⍟⍟ উপাদান :

ফেরাস ফিউমারেট ২০০ মি.গ্রা. এবং ফলিক এসিড ০.২ মি.গ্রা./ক্যাপসুল।

⍟⍟ নির্দেশনা :

রক্তস্বল্পতা প্রতিরোধ বা আরোগ্যকারী চিকিৎসায় এবং ফলিক এসিড এর অভাবজনিত রোগে ব্যবহৃত হয়।

⍟⍟ মাত্রা ও ব্যবহার বিধি : ১ টি ক্যাপসুল দিনে ৩-৪ বার। গর্ভাবস্থায় প্রতিদিন ১টি ক্যাপসুল।

⍟⍟ সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : পারনিসিয়াস অ্যানিমিয়া রোগে ব্যবহার উচিত নয়।

⍟⍟ পার্শ্ব প্রতিক্রিয়া : পাকস্থলী ও অন্ত্রের অস্বাচ্ছন্দ্য, পেটে ব্যথা, উদরাময় বা এলার্জি দেখা দিতে পারে।

⍟⍟ সরবরাহ : ফি-প্লাস® ক্যাপসুল : ১০ x ১০ টি।

No comments

ফাউল পক্স Fowlpox রোগের চিকিৎসা ও নিয়ন্ত্রন

ফাউল পক্স প্রজাতি হাঁস , মুরগি , কবুতর , টার্কি রোগের কারন ফাউল পক্স ভাইরাস রোগের লক্ষণ • ঝুঁটি , গলকম্ব , পা ও পায়ের আঙ্গুলে আঁচিল...

Powered by Blogger.