Famotack আলসার, গ্যাস্ট্রিক আলসার,পাকস্থলীর প্রদাহ নির্দেশিত


Famotack®

Famotidine
Antacids, Antiulcerants (Alimentary Preparations)

Indication:
Duodenal ulcer, Gastric ulcer, Gastro-oesophageal reflux disease and Zollinger-Ellison syndrome, Gastritis.

Dosage & Administration:
20 mg twice daily. Maintenance therapy as Famotack® 20 one tablet at night.

Preparation:
Famotack® 20 tablet : Box containing 10 x 10 tablets in blister pack.

ফ্যামোট্যাক® Famotac®

উপাদান : ফ্যামোটিডিন ২০ মি.গ্রা. ও ৪০ মি.গ্রা.

ট্যাবলেট।

নির্দেশনা : ডিওডেনাল আলসার, গ্যাস্ট্রিক আলসার,

গ্যাস্ট্রো- ইসোফ্যাজিয়াল রিফ্লাক্স ডিজিজ, পাকস্থলীর

প্রদাহে নির্দেশিত।

মাত্রা ও ব্যবহারবিধি : ৪০ মি.গ্রা. এর একটি ট্যাবলেট

রাতের বেলায় অথবা ২০ মি.গ্রা. দিনে দুইবার।

রক্ষণমাত্রা : ২০ মি.গ্রা. ট্যাবলেট প্রতি রাতে।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : এর

যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা।

পার্শ্ব প্রতিক্রিয়া : মাথা ব্যথা, মাথা ঝিম ঝিম করা,

কোষ্ঠকাঠিন্য এবং পাতলা পায়খানা কখনো কখনো

হতে পারে। অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে মুখ

শুকিয়ে যাওয়া, বমি বমি ভাব এবং/অথবা বমি হওয়া,

পেটে অস্বস্তিবোধ,ক্ষুধাহীনতা, অবসাদ, ফুঁসকুড়ি খুব

কম ক্ষেত্রে দেখা যায়।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : শুধু জরুরীক্ষেত্রে

গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে। স্তন্যদানকারী মায়েদের

ওষুধটি ব্যবহার থেকে বিরত থাকা উচিত।

সরবরাহ :

ফ্যামোট্যাক® ২০ ট্যাবলেট : ১০ ী ১০ টি।

ফ্যামোট্যাক® ৪০ ট্যাবলেট : ৫ ী ১০ টি।

No comments

Perkinil - পারকিনসন রোগ।

পারকিনিল   ® প্রোসাইক্লিডিন এইচসিএল অ্যান্টিপার্কিনসোনিজম প্রস্তুতি ( সিএনএস প্রস্তুতি ) ইঙ্গিত : পারকিনসন রোগ। ডোজ এবং প্রশা...

Powered by Blogger.