একমি'স এগ ফরমুলা ভেট Acme's Egg Formula vet এর কাজ কি ?

শুধুমাত্র পশু চিকিৎসায় ব্যবহারের জন্য

একমি'স এগ ফরমুলা ভেট "এটি ভিটামিন এবং মিনারেল মেডিসিন"

 নির্দেশনা: ডিম উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে, হঠাৎ ডিম উৎপাদন হ্রাস পেলে, ধকলের  (যেমন- টিকা প্রদান, বিরূপ আবহাওয়া, ঠোঁট কাটা, খাবার পরিবর্তন ইত্যাদি) সময় ডিম উৎপাদন স্বাভাবিক রাখতে, পুলেট প্রথম উৎপাদনে আসার সময়, সংশ্লিষ্ট ভিটামিন মিনারেলের অভাব পূরণে ব্যবহার্য।

প্রয়োগমাত্রা প্রয়োগবিধি

শুধুমাত্র পোল্ট্রিখাদ্যে ব্যবহারের জন্য।

উৎপাদন শুরুর মুহুর্তে: গ্রাম/লিটার খাবার পানিতে মিশিয়ে প্রথম সপ্তাহ এবং পরবর্তীতে গ্রাম/- লিটার খাবার পানিতে মিশিয়ে প্রতিমাসে একবার করে পর পর দিন খাওয়াতে হবে।

হঠাৎ উৎপাদন হ্রাস পেলে। ডিম উৎপাদন বৃদ্ধির জন্য গ্রাম/- লিটার যাবার পানিতে মিশিয়ে পর পর - দিন খাওয়াতে হবে।

অথবা রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য

সাবধানতা ও সতর্কতা: পাউডার উকবেন না। প্রতিবার ব্যবহারে পর স্যাশেটটি ভালোভাবে বন্ধ করে রাখুন।

প্রত্যাহার কাল: মাংস ও ডিম- ০ (শূন্য) দিন।

শুধুমাত্র রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী

বিক্রয়/সেবনযোগ্য এবং ব্যবস্থাপত্রে উল্লেখিত পরিমাণের অধিক ব্যবহার করা যাবে না।

আলো থেকে দূরে, ৩০° সে. তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন।

শিশুদের নাগালের বাইরে রাখুন।

বিশেষ সতর্কতা : যে কোন ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন।

মেডিসিনের জন্য যোগাযোগ করুন- ০১৬৭১৩৫৫২৭২, অথবা ০১৯১১১৫১০০৫,

No comments

ফাউল পক্স Fowlpox রোগের চিকিৎসা ও নিয়ন্ত্রন

ফাউল পক্স প্রজাতি হাঁস , মুরগি , কবুতর , টার্কি রোগের কারন ফাউল পক্স ভাইরাস রোগের লক্ষণ • ঝুঁটি , গলকম্ব , পা ও পায়ের আঙ্গুলে আঁচিল...

Powered by Blogger.