doxy-a vet এর কাজ কি ?

ডক্সি-এ ভেট

উপাদান

প্রতি গ্রাম এ রয়েছে ডক্সিসাইক্লিন ইউএসপি ১০০ মি.গ্রা. (ডক্সিসাইক্লিন হাইক্লেট হিসাবে)।

ফার্মাকোলজি

ডক্সিসাইক্লিন বহুমুখী কার্যক্ষমতা সম্পন্ন টেট্রাসাইক্লিন গ্রুপের একটি এন্টিবায়োটিক। এটি গ্রাম- পজিটিভ ও গ্রাম-নেগেটিভ উভয় ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর। এটি একটি ব্যাকটেরিওস্ট্যাটিক এন্টিবায়োটিক যা ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণে বাধা প্রদানের মাধ্যমে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি ব্যাহত করে।

নির্দেশনা

পোল্ট্রি

জীবাণুঘটিত দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের সংক্রমণ, ইনফেকশাস করাইজা, কলিব্যাসিলোসিস, ফাউল কলেরা, ফাউল টাইফয়েড, ইনফেকশাস সাইনোভাইটিস, মাইকোপ্লাজমোসিস, সালমোনেলোসিস, ক্ল্যামাইডিয়াসিস এবং নেক্রোটিক এন্টারাইটিস এর চিকিৎসায় নির্দেশিত।

গবাদি পশু জীবাণুঘটিত সংক্রামক রোগসমুহ, প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের শ্বাসনালীর সংক্রমণে এবং পায়োডার্মা, মধ্যকর্ণ প্রদাহ, কাফ স্কাউর, প্রোস্টাটাইটিস ইত্যাদির চিকিৎসায় নির্দেশিত।

প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি

ঔষধের প্রয়োগ পথ: শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য। পোল্ট্রি: হাঁস-মুরগির বাচ্চার মৃত্যুহার প্রতিরোধে- ১ গ্রাম/৪ লিটার খাবার পানিতে মিশিয়ে ৩-৭ দিন খাওয়াতে হবে। চিকিৎসায়- ১ গ্রাম/২ লিটার খাবার পানিতে মিশিয়ে ৩-৭ দিন খাওয়াতে

হবে।

গবাদি পশু: ১৫-৩০ মি.গ্রা./কেজি দৈহিক ওজন হিসাবে ৩-৭ দিন খাওয়াতে হবে। অথবা, রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

প্রতিনির্দেশনা ডক্সিসাইক্লিনের প্রতি অতিসংবেদনশীল পশুতে প্রতিনির্দেশিত।

সতর্কতা ও সাবধানতা ডক্সিসাইক্লিন যকৃত সমস্যা আছে এমন পোষা প্রাণিতে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।

পার্শ্ব-প্রতিক্রিয়া

সাধারণ: দাঁতের বিবর্ণতা এবং অল্পবয়সী পশুতে সংবেদনশীলতা পরিলক্ষিত হতে পারে। বিরল: জানা যায়নি।

গর্ভবতী দুগ্ধদানকারী পশুতে ব্যবহার

গর্ভবতী দুগ্ধবতী পশুতে ডক্সিসাইক্লিন ব্যবহার করা উচিত নয়।

ঔষধের মিথস্ক্রিয়া

ঔষধের সাথে: অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিংক, আয়রন বিসমাথ এর সাথে একত্রে ব্যবহারে ডক্সিসাইক্লিনের শোষণ বাধাগ্রস্ত হতে পারে।

খাবার অন্যান্যের সাথে: জানা যায়নি।

মাত্রাধিক্য

অতিরিক্ত মাত্রায় বাছুরে কখনও কখনও মায়োকার্ডিয়াল ডিজেনারেশন হতে পারে।

প্রত্যাহার কাল

পোল্ট্রি: মাংস- এই ঔষধ সেবনের পর দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না এবং ডিম- এই ঔষধ সেবনের পর দিন পর্যন্ত ডিম খাওয়া যাবে না।

গবাদি পশু: মাংস- এই ঔষধ সেবনের পর ১৪ দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না দুধ- জানা যায়নি।

সংরক্ষণ

আলো থেকে দূরে, ৩০° সে তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

No comments

ফাউল পক্স Fowlpox রোগের চিকিৎসা ও নিয়ন্ত্রন

ফাউল পক্স প্রজাতি হাঁস , মুরগি , কবুতর , টার্কি রোগের কারন ফাউল পক্স ভাইরাস রোগের লক্ষণ • ঝুঁটি , গলকম্ব , পা ও পায়ের আঙ্গুলে আঁচিল...

Powered by Blogger.