Zinc জিংক এর কাজ এবং এর উপকারিতা কি ?

জিংক Zinc

জিংক সালফেট মনোহইড্রেট ইউএপি

মুরগী খাবারের চাহিদা বৃদ্ধিতে, ডিমের খােসার মান প্রতিদিন মুরগী প্রতি ডিমের উৎপাদন বৃদ্ধিতে, পালক তৈরী গঠন উন্নত করতে রােগ-প্রতিরােধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ভাইরাসজনিত সংক্রেমণে মৃত্যহার কমাতে, ডায়রিয়া প্রতিরোধে এবং ফিকাল কনসিসটেন্সি ঠিক রাখতে।

গবাদিপ্রাণী ক্ষুধামন্দা দুর করতে শুক্রাণর উৎপ্রাদন বদ্ধিতে (ষাড়ের ক্ষেত্রে), ঠিকমত গরম হওয়া, গর্ভধারণের হার বৃদ্ধি, গর্ভফুল আটকে যাওয়া রোধে, ওলানফোলা রোগ প্রতিরোধে (গাভীর ক্ষেত্রে)এবং ভালোমানের দুধ পাওয়ার জন্য, ডায়রিয়া প্রতিরােধের মাধ্যমে বাছুরের কাফ স্কাউয়ারে মুত্যুহার কমাতে।


No comments

ফাউল পক্স Fowlpox রোগের চিকিৎসা ও নিয়ন্ত্রন

ফাউল পক্স প্রজাতি হাঁস , মুরগি , কবুতর , টার্কি রোগের কারন ফাউল পক্স ভাইরাস রোগের লক্ষণ • ঝুঁটি , গলকম্ব , পা ও পায়ের আঙ্গুলে আঁচিল...

Powered by Blogger.