সারা বছর ব্যাপী নাকের এলার্জি
সারা বছর ব্যাপী নাকের এলার্জি
☆☆☆ এ্যান্টাজোল ®নাকের ড্রপস্ - Antazol®Nasal Drops
শেয়ার করুন
⍟⍟ উপাদান : জাইলোমেটাজলিন ০.০৫% ও ০.১% নাকের ড্রপস্।
⍟⍟ নির্দেশনা : নাকের কনজেশন, সারা বছর ব্যাপী এলার্জিক রাইনাইটিস, সাইনাসের প্রদাহ থেকে মুক্তি পেতে ব্যবহৃত হয়।
⍟⍟ মাত্রা ও ব্যবহার বিধি :-
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে: প্রাপ্তবয়স্কদের জন্য ফর্মূলা (০.১%) ২ অথবা ৩ ড্রপস্ দিনে দুই থেকে তিন বার।
১২ বৎসর বয়সের নীচে শিশুদের জন্য : শিশুদের জন্য ফর্মূলা (০.০৫%) ১-২ ড্রপস্ দিনে এক অথবা দুইবার প্রত্যেক নাসারন্ধ্রে দিতে হবে। ৩ মাসের কম বয়সের শিশুদের জন্য ব্যবহার করা যাবে না।
⍟⍟ পার্শ্ব প্রতিক্রিয়া :
নাক ও গলায় জ্বালাপোড়া ভাব, স্থানীয় জ্বালাপোড়া, বমি বমি ভাব, মাথা ব্যথা এবং নাসিকা ঝিলির শুষ্কতা দেখা দিতে পারে। রক্ত সংবহনতন্ত্রের উপর প্রভাব পড়তে দেখা যায় এবং হৃদরোগীদের দেয়ার ক্ষেত্রে অবশ্যই তা মনে রাখতে হবে।
⍟⍟ সরবরাহ :
এ্যান্টাজোল® ০.১% নাকের ড্রপস্ (প্রাপ্তবয়স্কদের জন্য): ১৫ মি.লি.।
এ্যান্টাজোল® ০.০৫% নাকের ড্রপস্ (শিশুদের জন্য): ১৫ মি.লি.।
☆☆☆ এ্যান্টাজোল® প্লাস - Antazol®Plus
শেয়ার করুন
⍟⍟ উপাদান : সোডিয়াম ক্রোমোগ্লাইকেট কট ২% ও জাইলোমেটাজোলিন হাইড্রোক্লোরাইড ০.০২৫% নাকের স্প্রে।
⍟⍟ নির্দেশনা :
এটা নাসারন্ধ্র বন্ধ সহ এলার্জিক রাইনাইটিস (যেমন: হে ফিভার, বর্ষব্যাপী রাইনাইটিস) প্রতিরোধ ও চিকিৎসায় নির্দেশিত হয়।
⍟⍟ মাত্রা ও ব্যবহার বিধি :
প্রাপ্ত বয়স্ক (বৃদ্ধসহ) ও শিশু : প্রত্যেক নাসারন্ধ্রে ১টি স্প্রে দিনে চারবার।
⍟⍟ সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
সাধারণত নাসারন্ধ্র পরিস্কারক দীর্ঘদিন ব্যবহারে অথবা অপব্যবহারে পুনরায় নাসারন্ধ্র বন্ধ বা ওষুধ প্রভাবিত রাইনাইটিস হতে পারে।
⍟⍟ পার্শ্ব প্রতিক্রিয়া :
কোন বড় রকমের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। মাঝে মাঝে ব্যবহারের ১ম দিনে নাকের মিউকোসায় জ্বালাপোড়া দেখা দিতে পারে। অতি কম সংখ্যায় শ্বাস-প্রশ্বাসে শব্দ বা বুকে চাপবোধ হতে পারে। এতে কম পরিমাণ জাইলোমেটাজোলিন থাকায় কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন - নাসারন্ধ্র জ্বালাপোড়া, নাসারন্ধ্র শুষ্কতা, হাঁচি, মাথা ব্যথা, ঘুমের স্বল্পতা, ঘুম ঘুম ভাব এবং বুক ধড়ফড় করা।
⍟⍟ সরবরাহ : এ্যান্টাজোল® প্লাস নাকের স্প্রে : ১২০ টি স্প্রে।
☆☆☆ এনটিসটা®- Antista®
শেয়ার করুন
⍟⍟ উপাদান : ক্লোরফেনিরামিন মেলিয়েট ২ মি.গ্রা./৫ মি.লি. সিরাপ।
⍟⍟ নির্দেশনা :
নাকে প্রদাহ, নাকে সর্দি ঝরা, চোখ লাল হয়ে প্রদাহ সৃষ্টি প্রভৃতিতে কার্যকরী। কোন কিছু খাওয়া বা ছোঁয়া লাগায় আর্টিকেরিয়া দেখা দিলে সফলতার সঙ্গে ব্যবহার করা হয়। কীট-পতঙ্গের কামড়ে বা কোন ওষুধের প্রতিক্রিয়ায় ব্যথা বা চুলকানিতে এটা কার্যকরী। ভ্রমণজনিত পীড়া, ঠাণ্ডা কাশিতেও এটা ব্যবহার করা হয়।
⍟⍟ মাত্রা ও ব্যবহার বিধি :
প্রাপ্ত বয়স্ক : ৪ মি.গ্রা. দিনে ৩-৪ বার সেব্য (দিনে সর্বোচ্চ ২৪ মি.গ্রা. পর্যন্ত)।
শিশু ১-২ বছর পর্যন্ত : ১ মি.গ্রা. দিনে ২ বার সেব্য।
২-৫ বছর : ১ মি.গ্রা. দিনে ৩-৪ বার সেব্য (দিনে সর্বোচ্চ ৬ মি.গ্রা. পর্যন্ত)।
৬-১২ বছর : ২ মি.গ্রা. দিনে ৩-৪ বার সেব্য (দিনে সর্বোচ্চ ১২ মি.গ্রা. পর্যন্ত)। অথবা চিকিৎসকের পরামর্শে ব্যবহার্য।
⍟⍟ সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
বিশেষ কোন অনুপযোগিতা নাই, তবে মৃগীরোগ, প্রোষ্টেটিক হাইপারট্রফি, গ্লুকোমা, যকৃতের অসুস্থতায় সাবধানতার সাথে ব্যবহার করা উচিত।
⍟⍟ পার্শ্ব প্রতিক্রিয়া :
ঝিঁমুনি, ঘুম ঘুম ভাব, মাথা ব্যথা, মানসিক অস্বস্তি, ইউরিনারী রিটেনসন, মুখ শুষ্কতা, ঝাঁপসা দৃষ্টি, পেটের গন্ডগোল ইত্যাদি দেখা দিতে পারে।
⍟⍟ সরবরাহ : এনটিসটা® সিরাপ : ১০০ মি.লি.।
☆☆☆ বেকোস্প্রে® - Becospray®
শেয়ার করুন
⍟⍟ উপাদান : বেক্লোমিথাসন ডাইপ্রোপায়োনেট ৫০ মাইক্রোগ্রাম/স্প্রে।
⍟⍟ নির্দেশনা :
এটি বর্ষব্যাপী এবং মৌসুমী এলার্জি জনিত নাসাপ্রদাহ, ভেসোমটর নাসাপ্রদাহের প্রতিরোধ ও চিকিৎসার জন্য নির্দেশিত।
⍟⍟ মাত্রা ও ব্যবহার বিধি :
প্রাপ্ত বয়স্ক : প্রতি নাসারন্ধ্রে দুইটি করে স্প্রে দিনে দুইবার।
শিশু (৬-১২ বছর) : প্রতি নাসারন্ধ্রে একটি করে স্প্রে দিনে দুইবার। শিশুদের বয়স ৬ বছরের নীচে হলে ব্যবহার করা যাবে না।
⍟⍟ সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
এ ওষুধের কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা হলে ব্যবহার করা যাবে না।
⍟⍟ পার্শ্ব প্রতিক্রিয়া :
দূর্লভ ক্ষেত্রে নাকের পর্দা ছিদ্র হয়ে যেতে পারে। অন্যান্য ন্যাজাল স্প্রের মতই নাক ও গলায় শুষ্কভাব, জ্বালাপোড়া, অস্বস্তিকর স্বাদ ও গন্ধ এবং নাক দিয়ে রক্তক্ষরণ দেখা যেতে পারে।
⍟⍟ অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : এরকম কোন প্রতিক্রিয়া জানা যায়নি।
⍟⍟ গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :
কোন পর্যাপ্ত ও সুপ্রতিষ্ঠিত তথ্য প্রমাণাদি পাওয়া যায়নি। কেবলমাত্র গর্ভবতী মায়েদের ভ্রুণের সম্ভাব্য ক্ষতির চেয়ে উপকারিতা অপেক্ষাকৃত বেশী বিবেচিত হলেই ব্যবহার করা যেতে পারে।
⍟⍟ সরবরাহ : বেকোস্প্রে® : ২০০ টি মিটারড্ ডোজ স্প্রে।
☆☆☆ এড্রিল® - Adryl®
শেয়ার করুন
⍟⍟ উপাদান : ডাইফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইড ১০ মি.গ্রা./৫ মি.লি. সিরাপ।
⍟⍟ নির্দেশনা :
নাকে প্রদাহ, নাক-চোখে সর্দি ঝরা, চোখ লাল হয়ে প্রদাহ সৃষ্টি প্রভৃতিতে কার্যকরী। কোন কিছু খাওয়া বা ছোঁয়া লাগায় আর্টিকেরিয়া দেখা দিলে সফলতার সঙ্গে ব্যবহার করা হয়। বমি বমি ভাব, ভ্রমণজনিত পীড়া, ঠান্ডা কাশিতে এটা ব্যবহার করা যায়।
⍟⍟ মাত্রা ও ব্যবহার বিধি :
বয়স্ক ও ১২ বসরের বেশী বয়সের শিশুদের জন্য: ২-৩ চা চামচ (১২.৫-২৫ মি.লি.) দিনে ৩-৪ বার।
৬ থেকে ১২ বছর বয়সের শিশুদের জন্য: ১-২ চা চামচ দিনে ৩ থেকে ৪ বার। ১ থেকে ৬ বছর বয়সের শিশুদের ক্ষেত্রে: ১/২-১ চা চামচ দিনে ৩ থেকে ৪ বার।
⍟⍟ সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
গাড়ী ও ভারী মেশিন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। ডাইফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইড এর প্রতি যাদের অতিমাত্রায় সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে নির্দেশিত নয়। নবজাতকের ক্ষেত্রে নির্দেশিত নয়।
⍟⍟ পার্শ্ব প্রতিক্রিয়া : কারও কারও ক্ষেত্রে মাথা ঝিমঝিম করা, মুখ শুকিয়ে যাওয়া, বমি বমি ভাব ইত্যাদি হতে পারে।
⍟⍟ গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :
গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অতীব প্রয়োজনীয়তা থাকলে গ্রহন করা যেতে পারে। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে নির্দেশিত নয়।
⍟⍟ সরবরাহ : এড্রিল® সিরাপ : ১০০ মি.লি.।
☆☆☆ সোলো™ - Solo™
শেয়ার করুন
⍟⍟ উপাদান : সোলো™ ন্যাজাল ওয়াশ: প্রতি মি.লি.-এ আছে সোডিয়াম ক্লোরাইড বিপি ৯ মি.গ্রা.।
⍟⍟ নির্দেশনা :
সোলো™ ন্যাজাল ওয়াশ ঠাণ্ডা ও এ্যালার্জির ওষুধের ফলে সৃষ্ট শুষ্ক নাক সিক্ত করতে নির্দেশিত। ইহা শুষ্ক আবহাওয়া অথবা বিমান ভ্রমণে সৃষ্ট শুষ্ক নাসিকা পথকে সিক্ত করে, বন্ধ নাকের মিউকাস দ্রবীভূত করে এবং অস্ত্রোপচারের পর নাসিকা পরিষ্কারে সহায়তা করে। এই পরিশুদ্ধ স্যালাইন দ্রবণ দেহের বিভিন্ন অংশ (ক্ষত, দেহ গহ্বর সমূহ) এবং চিকিৎসার যন্ত্রপাতি (যেমন-গঁজ, ক্যাথেটার, নিষ্কাশন নল) পরিষ্কার করতে ব্যবহার করা হয়। ইহা শরীর পরিষ্কারের অন্য ওষুধ (যেমন- ব্যাসিট্রাসিন, পলিমিক্সিন)-এর সাথে দ্রাবক হিসেবেও ব্যবহৃত হয়।
⍟⍟ মাত্রা ও ব্যবহারবিধি :
নবজাতক ও শিশুদের ক্ষেত্রে: প্রতি নাসারন্ধ্রে এক ফোঁটা করে দিনে ১-৩ বার। প্রাপ্ত বয়ষ্কদের ক্ষেত্রে: প্রতি নাসারন্ধ্রে ২-৩ ফোঁটা করে দিনে ১-৩ বার।
⍟⍟ প্রতি নির্দেশনা এবং পার্শ্ব প্রতিক্রিয়া :
পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা কম। তবে কিছু কিছু ক্ষেত্রে হাঁচি, বর্ধিত নাসিকা নিঃসরণ অথবা লবনাক্ত স্বাদ অনুভূত হতে পারে।
⍟⍟ গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার :
গর্ভবতী অবস্থায় এই ওষুধ ব্যবহারের পূর্বে ডাক্তারকে জানাতে হবে। মাতৃদুগ্ধে ইহা নিঃসৃত হয় কিনা জানা নেই। স্তন্যদানকালের পূর্বে ডাক্তারের সাথে আলোচনা করে নিতে হবে।
⍟⍟ সরবরাহ : সোলো™ ০.৯% ন্যাজাল ওয়াশ: প্রতিটি প্লাস্টিক ড্রপার বোতলে আছে ১৫ মি.লি. স্যালাইন দ্রবণ।
☆☆☆ এ্যান্টাজোল ®নাকের ড্রপস্ - Antazol®Nasal Drops
শেয়ার করুন
⍟⍟ উপাদান : জাইলোমেটাজলিন ০.০৫% ও ০.১% নাকের ড্রপস্।
⍟⍟ নির্দেশনা : নাকের কনজেশন, সারা বছর ব্যাপী এলার্জিক রাইনাইটিস, সাইনাসের প্রদাহ থেকে মুক্তি পেতে ব্যবহৃত হয়।
⍟⍟ মাত্রা ও ব্যবহার বিধি :-
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে: প্রাপ্তবয়স্কদের জন্য ফর্মূলা (০.১%) ২ অথবা ৩ ড্রপস্ দিনে দুই থেকে তিন বার।
১২ বৎসর বয়সের নীচে শিশুদের জন্য : শিশুদের জন্য ফর্মূলা (০.০৫%) ১-২ ড্রপস্ দিনে এক অথবা দুইবার প্রত্যেক নাসারন্ধ্রে দিতে হবে। ৩ মাসের কম বয়সের শিশুদের জন্য ব্যবহার করা যাবে না।
⍟⍟ পার্শ্ব প্রতিক্রিয়া :
নাক ও গলায় জ্বালাপোড়া ভাব, স্থানীয় জ্বালাপোড়া, বমি বমি ভাব, মাথা ব্যথা এবং নাসিকা ঝিলির শুষ্কতা দেখা দিতে পারে। রক্ত সংবহনতন্ত্রের উপর প্রভাব পড়তে দেখা যায় এবং হৃদরোগীদের দেয়ার ক্ষেত্রে অবশ্যই তা মনে রাখতে হবে।
⍟⍟ সরবরাহ :
এ্যান্টাজোল® ০.১% নাকের ড্রপস্ (প্রাপ্তবয়স্কদের জন্য): ১৫ মি.লি.।
এ্যান্টাজোল® ০.০৫% নাকের ড্রপস্ (শিশুদের জন্য): ১৫ মি.লি.।
☆☆☆ এ্যান্টাজোল® প্লাস - Antazol®Plus
শেয়ার করুন
⍟⍟ উপাদান : সোডিয়াম ক্রোমোগ্লাইকেট কট ২% ও জাইলোমেটাজোলিন হাইড্রোক্লোরাইড ০.০২৫% নাকের স্প্রে।
⍟⍟ নির্দেশনা :
এটা নাসারন্ধ্র বন্ধ সহ এলার্জিক রাইনাইটিস (যেমন: হে ফিভার, বর্ষব্যাপী রাইনাইটিস) প্রতিরোধ ও চিকিৎসায় নির্দেশিত হয়।
⍟⍟ মাত্রা ও ব্যবহার বিধি :
প্রাপ্ত বয়স্ক (বৃদ্ধসহ) ও শিশু : প্রত্যেক নাসারন্ধ্রে ১টি স্প্রে দিনে চারবার।
⍟⍟ সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
সাধারণত নাসারন্ধ্র পরিস্কারক দীর্ঘদিন ব্যবহারে অথবা অপব্যবহারে পুনরায় নাসারন্ধ্র বন্ধ বা ওষুধ প্রভাবিত রাইনাইটিস হতে পারে।
⍟⍟ পার্শ্ব প্রতিক্রিয়া :
কোন বড় রকমের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। মাঝে মাঝে ব্যবহারের ১ম দিনে নাকের মিউকোসায় জ্বালাপোড়া দেখা দিতে পারে। অতি কম সংখ্যায় শ্বাস-প্রশ্বাসে শব্দ বা বুকে চাপবোধ হতে পারে। এতে কম পরিমাণ জাইলোমেটাজোলিন থাকায় কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন - নাসারন্ধ্র জ্বালাপোড়া, নাসারন্ধ্র শুষ্কতা, হাঁচি, মাথা ব্যথা, ঘুমের স্বল্পতা, ঘুম ঘুম ভাব এবং বুক ধড়ফড় করা।
⍟⍟ সরবরাহ : এ্যান্টাজোল® প্লাস নাকের স্প্রে : ১২০ টি স্প্রে।
☆☆☆ এনটিসটা®- Antista®
শেয়ার করুন
⍟⍟ উপাদান : ক্লোরফেনিরামিন মেলিয়েট ২ মি.গ্রা./৫ মি.লি. সিরাপ।
⍟⍟ নির্দেশনা :
নাকে প্রদাহ, নাকে সর্দি ঝরা, চোখ লাল হয়ে প্রদাহ সৃষ্টি প্রভৃতিতে কার্যকরী। কোন কিছু খাওয়া বা ছোঁয়া লাগায় আর্টিকেরিয়া দেখা দিলে সফলতার সঙ্গে ব্যবহার করা হয়। কীট-পতঙ্গের কামড়ে বা কোন ওষুধের প্রতিক্রিয়ায় ব্যথা বা চুলকানিতে এটা কার্যকরী। ভ্রমণজনিত পীড়া, ঠাণ্ডা কাশিতেও এটা ব্যবহার করা হয়।
⍟⍟ মাত্রা ও ব্যবহার বিধি :
প্রাপ্ত বয়স্ক : ৪ মি.গ্রা. দিনে ৩-৪ বার সেব্য (দিনে সর্বোচ্চ ২৪ মি.গ্রা. পর্যন্ত)।
শিশু ১-২ বছর পর্যন্ত : ১ মি.গ্রা. দিনে ২ বার সেব্য।
২-৫ বছর : ১ মি.গ্রা. দিনে ৩-৪ বার সেব্য (দিনে সর্বোচ্চ ৬ মি.গ্রা. পর্যন্ত)।
৬-১২ বছর : ২ মি.গ্রা. দিনে ৩-৪ বার সেব্য (দিনে সর্বোচ্চ ১২ মি.গ্রা. পর্যন্ত)। অথবা চিকিৎসকের পরামর্শে ব্যবহার্য।
⍟⍟ সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
বিশেষ কোন অনুপযোগিতা নাই, তবে মৃগীরোগ, প্রোষ্টেটিক হাইপারট্রফি, গ্লুকোমা, যকৃতের অসুস্থতায় সাবধানতার সাথে ব্যবহার করা উচিত।
⍟⍟ পার্শ্ব প্রতিক্রিয়া :
ঝিঁমুনি, ঘুম ঘুম ভাব, মাথা ব্যথা, মানসিক অস্বস্তি, ইউরিনারী রিটেনসন, মুখ শুষ্কতা, ঝাঁপসা দৃষ্টি, পেটের গন্ডগোল ইত্যাদি দেখা দিতে পারে।
⍟⍟ সরবরাহ : এনটিসটা® সিরাপ : ১০০ মি.লি.।
☆☆☆ বেকোস্প্রে® - Becospray®
শেয়ার করুন
⍟⍟ উপাদান : বেক্লোমিথাসন ডাইপ্রোপায়োনেট ৫০ মাইক্রোগ্রাম/স্প্রে।
⍟⍟ নির্দেশনা :
এটি বর্ষব্যাপী এবং মৌসুমী এলার্জি জনিত নাসাপ্রদাহ, ভেসোমটর নাসাপ্রদাহের প্রতিরোধ ও চিকিৎসার জন্য নির্দেশিত।
⍟⍟ মাত্রা ও ব্যবহার বিধি :
প্রাপ্ত বয়স্ক : প্রতি নাসারন্ধ্রে দুইটি করে স্প্রে দিনে দুইবার।
শিশু (৬-১২ বছর) : প্রতি নাসারন্ধ্রে একটি করে স্প্রে দিনে দুইবার। শিশুদের বয়স ৬ বছরের নীচে হলে ব্যবহার করা যাবে না।
⍟⍟ সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
এ ওষুধের কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা হলে ব্যবহার করা যাবে না।
⍟⍟ পার্শ্ব প্রতিক্রিয়া :
দূর্লভ ক্ষেত্রে নাকের পর্দা ছিদ্র হয়ে যেতে পারে। অন্যান্য ন্যাজাল স্প্রের মতই নাক ও গলায় শুষ্কভাব, জ্বালাপোড়া, অস্বস্তিকর স্বাদ ও গন্ধ এবং নাক দিয়ে রক্তক্ষরণ দেখা যেতে পারে।
⍟⍟ অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : এরকম কোন প্রতিক্রিয়া জানা যায়নি।
⍟⍟ গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :
কোন পর্যাপ্ত ও সুপ্রতিষ্ঠিত তথ্য প্রমাণাদি পাওয়া যায়নি। কেবলমাত্র গর্ভবতী মায়েদের ভ্রুণের সম্ভাব্য ক্ষতির চেয়ে উপকারিতা অপেক্ষাকৃত বেশী বিবেচিত হলেই ব্যবহার করা যেতে পারে।
⍟⍟ সরবরাহ : বেকোস্প্রে® : ২০০ টি মিটারড্ ডোজ স্প্রে।
☆☆☆ এড্রিল® - Adryl®
শেয়ার করুন
⍟⍟ উপাদান : ডাইফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইড ১০ মি.গ্রা./৫ মি.লি. সিরাপ।
⍟⍟ নির্দেশনা :
নাকে প্রদাহ, নাক-চোখে সর্দি ঝরা, চোখ লাল হয়ে প্রদাহ সৃষ্টি প্রভৃতিতে কার্যকরী। কোন কিছু খাওয়া বা ছোঁয়া লাগায় আর্টিকেরিয়া দেখা দিলে সফলতার সঙ্গে ব্যবহার করা হয়। বমি বমি ভাব, ভ্রমণজনিত পীড়া, ঠান্ডা কাশিতে এটা ব্যবহার করা যায়।
⍟⍟ মাত্রা ও ব্যবহার বিধি :
বয়স্ক ও ১২ বসরের বেশী বয়সের শিশুদের জন্য: ২-৩ চা চামচ (১২.৫-২৫ মি.লি.) দিনে ৩-৪ বার।
৬ থেকে ১২ বছর বয়সের শিশুদের জন্য: ১-২ চা চামচ দিনে ৩ থেকে ৪ বার। ১ থেকে ৬ বছর বয়সের শিশুদের ক্ষেত্রে: ১/২-১ চা চামচ দিনে ৩ থেকে ৪ বার।
⍟⍟ সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
গাড়ী ও ভারী মেশিন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। ডাইফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইড এর প্রতি যাদের অতিমাত্রায় সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে নির্দেশিত নয়। নবজাতকের ক্ষেত্রে নির্দেশিত নয়।
⍟⍟ পার্শ্ব প্রতিক্রিয়া : কারও কারও ক্ষেত্রে মাথা ঝিমঝিম করা, মুখ শুকিয়ে যাওয়া, বমি বমি ভাব ইত্যাদি হতে পারে।
⍟⍟ গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :
গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অতীব প্রয়োজনীয়তা থাকলে গ্রহন করা যেতে পারে। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে নির্দেশিত নয়।
⍟⍟ সরবরাহ : এড্রিল® সিরাপ : ১০০ মি.লি.।
☆☆☆ সোলো™ - Solo™
শেয়ার করুন
⍟⍟ উপাদান : সোলো™ ন্যাজাল ওয়াশ: প্রতি মি.লি.-এ আছে সোডিয়াম ক্লোরাইড বিপি ৯ মি.গ্রা.।
⍟⍟ নির্দেশনা :
সোলো™ ন্যাজাল ওয়াশ ঠাণ্ডা ও এ্যালার্জির ওষুধের ফলে সৃষ্ট শুষ্ক নাক সিক্ত করতে নির্দেশিত। ইহা শুষ্ক আবহাওয়া অথবা বিমান ভ্রমণে সৃষ্ট শুষ্ক নাসিকা পথকে সিক্ত করে, বন্ধ নাকের মিউকাস দ্রবীভূত করে এবং অস্ত্রোপচারের পর নাসিকা পরিষ্কারে সহায়তা করে। এই পরিশুদ্ধ স্যালাইন দ্রবণ দেহের বিভিন্ন অংশ (ক্ষত, দেহ গহ্বর সমূহ) এবং চিকিৎসার যন্ত্রপাতি (যেমন-গঁজ, ক্যাথেটার, নিষ্কাশন নল) পরিষ্কার করতে ব্যবহার করা হয়। ইহা শরীর পরিষ্কারের অন্য ওষুধ (যেমন- ব্যাসিট্রাসিন, পলিমিক্সিন)-এর সাথে দ্রাবক হিসেবেও ব্যবহৃত হয়।
⍟⍟ মাত্রা ও ব্যবহারবিধি :
নবজাতক ও শিশুদের ক্ষেত্রে: প্রতি নাসারন্ধ্রে এক ফোঁটা করে দিনে ১-৩ বার। প্রাপ্ত বয়ষ্কদের ক্ষেত্রে: প্রতি নাসারন্ধ্রে ২-৩ ফোঁটা করে দিনে ১-৩ বার।
⍟⍟ প্রতি নির্দেশনা এবং পার্শ্ব প্রতিক্রিয়া :
পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা কম। তবে কিছু কিছু ক্ষেত্রে হাঁচি, বর্ধিত নাসিকা নিঃসরণ অথবা লবনাক্ত স্বাদ অনুভূত হতে পারে।
⍟⍟ গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার :
গর্ভবতী অবস্থায় এই ওষুধ ব্যবহারের পূর্বে ডাক্তারকে জানাতে হবে। মাতৃদুগ্ধে ইহা নিঃসৃত হয় কিনা জানা নেই। স্তন্যদানকালের পূর্বে ডাক্তারের সাথে আলোচনা করে নিতে হবে।
⍟⍟ সরবরাহ : সোলো™ ০.৯% ন্যাজাল ওয়াশ: প্রতিটি প্লাস্টিক ড্রপার বোতলে আছে ১৫ মি.লি. স্যালাইন দ্রবণ।
No comments