ক্যালসিয়াম ঘাটতি প্রতিরোধে

ক্যালসিয়াম ঘাটতি প্রতিরোধে
☆☆☆ ক্যালবো® ৫০০ - Calbo® 500

শেয়ার করুন
⍟⍟ উপাদান : ক্যালসিয়াম ৫০০ মি.গ্রা. ট্যাবলেট।

⍟⍟ নির্দেশনা : ক্যালসিয়াম ঘাটতি প্রতিরোধে ও ঘাটতিজনিত চিকিৎসায় ব্যবহৃত হয়।

⍟⍟ মাত্রা ও ব্যবহার বিধি :-
৫০০-১৫০০ মি.গ্রা. ক্যালসিয়াম প্রতিদিন। গর্ভাবস্থায় ও স্তন্যদাকালে নির্দেশিত মাত্রা ১২০০-১৫০০ মি.গ্রা. ক্যালসিয়াম।

⍟⍟ সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

হাইপারক্যালসেমিয়া, হাইপারপ্যারাথাইরয়েডিজম হাইপারক্যালসিইউরিয়া, নেফ্রলিথিয়াসিস, জলিনজারইলিসন সিনড্রম এবং ডিগোক্সিন চিকিৎসা (সেরাম ক্যালসিয়ামের মাত্রা সাবধানতার সহিত পর্যবেক্ষণ করা হয়।)

⍟⍟ পার্শ্ব প্রতিক্রিয়া :

কোষ্ঠকাঠিন্য, হাইপারক্যালসেমিয়া। অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : ডিগোক্সিন, টেট্রাসাইক্লিন, ফ্রুসেমাইড, পেন্টাগ্যাস্ট্রিন এমাইনোফাইলিন, ইরাইথ্রোমাইসিন, নাইট্রোফিউরান্টইন, কন্‌জুগেটেড ইস্ট্রোজেন, ক্লোরামফেনিকল, ভিটামিন-ডি, অক্সিটোসিন, প্রোস্টাগান্ডিন, আয়রণ।

⍟⍟ গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :

ক্যালসিয়াম পরিপূরক ও এন্টাসিড হিসাবে ক্যালসিয়াম সমন্বিত ওষুধসমূহ গর্ভাবস্থায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করা যাবে।

⍟⍟ সরবরাহ : ক্যালবো ® ৫০০ ট্যাবলেট : ১০ x ১০ টি।

☆☆☆ ক্যালবো-সি® - Calbo-C®


শেয়ার করুন
⍟⍟ উপাদান :

ক্যালসিয়াম ল্যাকটেট গ্লুকোনেট ১০০০ মি.গ্রা., ক্যালসিয়াম কার্বনেট ৩২৭ মি.গ্রা. এবং এস্‌করবিক এসিড (ভিটামিন-সি) ৫০০ মি.গ্রা./ এফারভেসেন্ট ট্যাবলেট।

⍟⍟ নির্দেশনা :

যে সমস্ত ক্ষেত্রে ক্যালসিয়াম ও ভিটামিন-সি-এর চাহিদা বৃদ্ধি পায় যেমন- গর্ভাবস্থা,স্তন্যদানকালীন সময়, দ্রুত বৃদ্ধির সময়, বৃদ্ধ বয়স, সংক্রামক ব্যাধি এবং রোগমুক্তির পর ইত্যাদি। এ ছাড়া ক্যালসিয়াম ও ভিটামিন-সি-এর ঘাটতিজনিত চিকিৎসায় ব্যবহৃত হয়।

⍟⍟ মাত্রা ও ব্যবহার বিধি :

প্রাপ্তবয়স্ক ও স্কলগামী শিশু : এদের ক্ষেত্রে দিনে ১ টি এফারভেসেন্ট (বুদবুদ্বায়িত) ট্যাবলেট ,

৩-৭ বছর বয়সী শিশু: ১/২ ইফারভেসেন্ট (বুদবুদ্বায়িত) ট্যাবলেট প্রতিদিন।একটি ট্যাবলেট অর্ধেক গ্লাস পানিতে গুলিয়ে পান করুন।

⍟⍟ সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

হাইপারক্যালসেমিয়া, হাইপারক্যালসিইউরিয়া, বৃক্কের তীব্র অকার্যকারিতা, হাইপারক্যালসিইউরিয়া, গ্লুকোজ-৬-ফসফেট ডিহাইড্রোজিনেজ ঘাটতি, আয়রণ ওভারলোড, পরিপাকতন্ত্রের অস্বাচ্ছন্দ্যতা।

⍟⍟ পার্শ্ব প্রতিক্রিয়া : পরিপাকতন্ত্রের অস্বাচ্ছন্দ্যতা।

⍟⍟ অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :

ডিগোক্সিন, টেট্রাসাইক্লিন, ফ্রুসেমাইড, পেন্টাগ্যাস্ট্রিন এমাইনোফাইলিন, ইরাইথ্রোমাইসিন, নাইট্রোফিউরান্টইন, কন্‌জুগেটেড ইস্ট্রোজেন, ক্লোরামফেনিকল, ভিটামিন-ডি, অক্সিটোসিন, প্রোস্টাগ্লান্ডিন, আয়রণ।

⍟⍟ গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার : ভিটামিন-সি গর্ভাবস্থায় ও স্তন্যদাকালে নিরাপদে গ্রহণ করা যায়।

⍟⍟ সরবরাহ : ক্যালবো-সি® এফারভেসেন্ট ট্যাবলেট : ১ x ১০ টি।

☆☆☆ ক্যালবো-ডি®- Calbo-D®


শেয়ার করুন
⍟⍟ উপাদান : ক্যালসিয়াম ৫০০ মি.গ্রা. এবং ভিটামিন ডি৩ ২০০ আইইউ/ট্যাবলেট।

⍟⍟ নির্দেশনা :

অস্থি ও অস্থি মজ্জার বিভিন্ন জটিলতায়, দাঁতের সুগঠনে এবং মহিলাদের গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময়, বিভিন্ন প্রয়োজনে ক্যালসিয়াম ও ভিটামিন ডি ব্যবহৃত হয়।

⍟⍟ মাত্রা ও ব্যবহার বিধি : ১টি ট্যাবলেট দিনে ২ বার। সকালে এবং রাতে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

⍟⍟ সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

অতিসংবেদনশীলতা, হাইপারক্যালসেমিয়া ও হাইপার প্যারাথাইরয়েডিজম, হাইপারক্যালসিইউরিয়া এবং নেফ্রলিথিয়াসিস, মারাত্মক ধরনের বৃক্কের অকার্যকারিতা।

⍟⍟ পার্শ্ব প্রতিক্রিয়া : এলার্জিক রিএ্যাকশন, অনিয়মিত হৃদস্পন্দন, বমি, বমি বমি ভাব,ক্ষুধামন্দা, ঝিমুনি ও মুখ শুকিয়ে যাওয়া।

⍟⍟ অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : ডিগোক্সিন, এন্টাসিড, অন্যান্য ক্যালসিয়াম সালফেট, টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন।

⍟⍟ গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত।

⍟⍟ সরবরাহ :

ক্যালবো-ডি® ট্যাবলেট : ১৫ টি।

ক্যালবো-ডি® ট্যাবলেট : ৩০ টি।

No comments

ফাউল পক্স Fowlpox রোগের চিকিৎসা ও নিয়ন্ত্রন

ফাউল পক্স প্রজাতি হাঁস , মুরগি , কবুতর , টার্কি রোগের কারন ফাউল পক্স ভাইরাস রোগের লক্ষণ • ঝুঁটি , গলকম্ব , পা ও পায়ের আঙ্গুলে আঁচিল...

Powered by Blogger.